My all details

Image
  My all details My ID  click  Now My page OVI.E.L.N  Click Now My page Viral.com Clock Now MD FAZLA RABBI  Click Now My page Today Episode  click Now My page ২০১ পৃষ্ঠা  Click Now My telegram হট ভিডিও গুরুপ  click Now Hacking tool premium app click Now My Friend  Monika group link  click Now

'ড. ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি'

 'ড. ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি'


আপডেটঃ অক্টোবর ১০, ২০২৪ ১৬:০৭






ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে 'রিসেট বাটন চেপে' বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কথা বলেননি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সাক্ষাৎকারটি নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন।


বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানায়।


বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।


প্রেস উইং বিবৃতিতে আরও জানায়, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।


বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় আসার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে জনগণ নেতৃত্ব দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।


প্রেস উইং জানায়, ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে সে সম্পর্কে বিশ্বকে জানাতে তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন।

Comments

Popular posts from this blog

amazon gift card