https://youtu.be/TeV-zqFEVPg?si=H3GoqSoGOrL7r2qZ https://youtu.be/TeV-zqFEVPg?si=H3GoqSoGOrL7r2qZ https://youtu.be/TeV-zqFEVPg?si=H3GoqSoGOrL7r2qZ https://youtu.be/TeV-zqFEVPg?si=H3GoqSoGOrL7r2qZ

অক্টোবরের মাঝামাঝি চালু হতে পারে মিরপুর-১০ মেট্রো স্টেশন


4

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অক্টোবরের মাঝামাঝি পুনরায় চালু হতে পারে।


মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ০৬:০৮ অপরাহ্ন সর্বশেষ আপডেট: মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ০৬:০৮ অপরাহ্ন



মিরপুর-১০ মেট্রো স্টেশন। ছবি: সংগৃহীত



মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা দ্য page, com তথ্য জানিয়েছেন।


জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। ইতোমধ্যে কাজীপাড়া স্টেশন চালু হলেও, মিরপুর-১০ স্টেশন এখনো বন্ধ আছে।


ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে মিরপুর-১০ স্টেশনের প্রস্তুতির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে


m



প্রথমবারের মতো শুক্রবার চললো মেট্রোরেল, খুলেছে কাজীপাড়া স্টেশন


তারা জানান যে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পুনরুদ্ধারে কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে। 


আজ মঙ্গলবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে জানান, "অক্টোবরের মাঝামাঝি সময়ে মিরপুর-১০ স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনটি চালু করতে চাই।" তিনি আরও বলেন, "শিগগিরই স্টেশনটির প্রস্তুতির বিষয়টি পরীক্ষা করা হবে এবং পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সবকিছু জানিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"


জুলাই মাসে মেট্রোরেলের দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হলে, তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরের মধ্যে স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না। তবে ২৫ আগস্ট প্রায় এক মাস বন্ধ থাকার পর মেট্রো চলাচল শুরু হয় এবং ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য তারা বিজয় সরণি ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ডিএমটিসিএলের প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। 


আরও জানা যায়, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দ্রুত মিরপুর-১০ স্টেশন পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবং সেগুলো প্রতিস্থাপন দীর্ঘ সময়সাপেক্ষ প্রক্রিয়া। সময় বাঁচানোর জন্য মেট্রো স্টেশনের অফিসের জানালার জন্য গ্লাস আমদানি না করে স্থানীয় গ্লাস ব্যবহার করা হচ্ছে।




আরোও জানুন

মিরপুর-১০ পুলিশ বক্সে আগুন: সীমিত হলো মেট্রোরেল চলাচল







Comments

Popular posts from this blog

amazon gift card

My all details