My all details

Image
  My all details My ID  click  Now My page OVI.E.L.N  Click Now My page Viral.com Clock Now MD FAZLA RABBI  Click Now My page Today Episode  click Now My page ২০১ পৃষ্ঠা  Click Now My telegram হট ভিডিও গুরুপ  click Now Hacking tool premium app click Now My Friend  Monika group link  click Now

 দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ : বাহাউদ বলেন, দেউলিয়া হওয়ার পথে 





বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হওয়ার পথে তালিকায় তো বাংলাদেশের নাম আগে ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে তা হয়েছে।








গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। উনার (ড. মুহাম্মদ ইউনূস) শাসনা মলে তালিকায় নাম এসেছে। দেউলিয়া হওয়ার পথে তো বাংলাদেশ ছিল না। বাংলাদেশের মানুষও এতদিন ভাবেনি। এখন কী হয়েছে! মাত্র দুই মাস পার হতেই দেউলিয়ার পথে তালিকায় নাম এসেছে।



নাছিম বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আওয়ামী লীগকে যারা গ্রেপ্তারের মধ্য দিয়ে, মিথ্যা মামলার মধ্য দিয়ে নিশ্চিহ্ন করতে চায়, তারা দুঃস্বপ্ন দেখছে।



উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এ ছাড়া, রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা।

এমএসআই/এমজে

Comments

Popular posts from this blog

'ড. ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি'

amazon gift card